পেকুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংএ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি জাফর

কক্সবাজার, পেকুয়া প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি, এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা,পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বিএ,জেলা পরিষদ সদস্য এইচ এম শওকত, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তানিয়া আফরিন, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় জাফর আলম এমপির ব্যক্তিগত তহবিল থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১ লাখ টাকা ও ২০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।