পেকুয়ায় দা বাহিনীর প্রধান নাছির উদ্দিন হত্যার ঘটনায় থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা

পেকুয়া প্রতিনিধি: পেকুয়ায় দায়ের কোপে নিহত দা বাহিনীর প্রধান নাছির উদ্দিন হত্যার ঘটনায় গতকাল (১ নভেম্বর) ৮ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে অভিযুক্ত আসহাব উদ্দিনকে।এছাড়াও টইটং ইউনিয়নের ১নং ওয়ার্ডেও ইউপি সদস্য আবদুল জলিল ও ২নং ওয়ার্ডেও বর্তমান ইউপি সদস্য আবুল কালামকেও আসামি করা হয়েছে বলে জানা গেছে। নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছে পেকুয়া থানাসূত্র।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন,“নিহত নাছির উদ্দিনের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ পত্রদিলে সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের আটকে অভিযানঅব্যাহত রেখেছে।”

জানা যায়, রোববার রাত ৯ টার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ২নং ওয়ার্ড সোনাইয়াকাটা এলাকায় চাচাত ভাই আসহাব উদ্দীনের উপর্যপূরি দা’য়ের কোপে আলোচিত দা বাহিনীর প্রধান নাছির উদ্দিন নিহত হন।