পেকুয়ায় মামলার সাক্ষীকে বিবাদী কর্তৃক হামলার অভিযোগ

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলা শিলখালী ইউপির ৬নং ওয়ার্ডের জারুলবুনিয়া দক্ষিণ জুম এলাকার পানবাজার ষ্টেশনে সিআর মামলা নং-১৬৬৭/২০২২ইং সাক্ষীকে মোহাম্মদ আলীকে মামলার বিবাদী সাহাব উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মোহাম্মদ আলী তার অসুস্থ স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা পথরোধ করে হামলার চেষ্টা চালায়,এসময় মোহাম্মদ আলী সাথে থাকা ছেলে মোঃ রফিকুল ইসলাম(২০) প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে, পরে স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম এগিয়ে এসে উভয়কে সরিয়ে দেয়।

মামলার স্বাক্ষী মোহাম্মদ আলি (প্রকাশ শিবলীর বাপ) জানান,গত ৬ অক্টোবর সকালে আমার মেয়ে তুহিন আক্তারকে একই এলাকার মৃত্যু হাবিবুর রহমানের পুত্র শাহাব উদ্দিন (৪০) মোজাহের মিয়া (৪৫) তার ছেলে মিনার (২২) সহ অজ্ঞাত আরও ৩/৫জন আমার মেয়েকে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত ফেলে চলে যায়। তারা আমার মেয়ে বসতবাড়ী থেকে উচ্ছেদ করার জন্য পরিকল্পিত হামলা চালায়। পরে স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদের সহযোগিতার মুমূর্ষু অবস্থায় মেয়ে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এবিষয়ে চকরিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুহিন জন্নাত বাদী হয়ে সাহাব উদ্দিনসহ ৬জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি কক্সবাজার বরাবর তদন্ত প্রতিবেদন দেওয়া আদেশ দেন। মামলা রুজু হওয়ার খবর পেয়ে বিবাদীগন স্বাক্ষীদের হুমকি দিয়ে আসছে।তারই ধারাবাহিকতায় আজকে বিবাদী সাহাব উদ্দিন সন্ত্রাসী দিয়ে আমার উপর হামলা চালায়।

এব্যাপারে প্রত্যক্ষদর্শী স্থানীয় ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম জানান, পান বাজার স্টেশনে মোহাম্মদ আলি (শিবলীর বাপ)এর ছেলে সাথে একটি ব্যানার টাংগানোর বিষয় নিয়ে স্থানীয় কয়েক জন ছেলের সাথে কথা কাটাকাটি হয়, আমি গিয়ে তাদের সরিয়ে দিয়।