দেওয়ানগঞ্জে এমপিকে নিয়ে বাজে মন্তব্য! রাজনৈতিক আঙ্গনে উত্তেজনা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে থেকে ঝালুরচর বাজার পর্যন্ত সড়কের কাজের অনিয়মের কথা বলাতে প্রকাশ্যে আবুল কালাম আজাদ এমপিকে দেওয়ানগঞ্জে ডুকতে না দেয়ার হুমকি ও বাজে কথা বলার অভিযোগ উঠেছে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঠিকাদার সাকিরুজ্জামান রাখালের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বুধবার (০২নভেম্বর) সকালে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে থেকে ঝালুরচর বাজার পর্যন্ত ১১কিলোমিটার সড়কের কাজ পেয়েছেন সাকিরুজ্জান রাখাল। ওই কাজের অনিয়ম নিয়ে স্থানীয়রা এমপিকে অভিযোগ করেন। পরে স্থানীয় এমপি নির্বাহী প্রকৌশলীকে কাজটিতে অনিয়ম না করে দরপত্র অনুযায়ী সঠিকভাবে কাজটি করার জন্য বলেন। এ কাজের বিষয়ে কথা বলতে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যায় ঠিকাদার রাখাল। সেই কার্যালয়ে উপজেলা প্রকৌশলীকে না পেয়ে সহকারী প্রকৌশলীর কক্ষে বসে এমপিকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করাসহ ১৩তারিখে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের পরে এমপিকে দেওয়ানগঞ্জে ডুকতে না দেয়ার হুমকি দেন।এ নিয়ে আলোচনা সমালোচনাসহ স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।

এ বিষয়ে ঠিকাদার সাকিরুজ্জান রাখাল বলেন, ‘আমি যদি তাকে খারাপ কথা বলে থাকি, আর আমি যদি কাজে অনিয়ম করে থাকি, তাহলে তো ইঞ্জিনিয়ারী আপনাকে বলার কথা। উনি যদি বলে থাকে তাহলে ওটি তুলেন। এমপির সাথে আমার খারাপ কথা বলার দরকার কি আছে। আর আমার কাজের অনিয়ম এসে তদন্ত করে যান। আসেন, কোন লোক অভিযোগ দিলো, কোথায় কামটা খারাপ করলাম, দেখে যান। আমি যে, উনাকে গাল মন্দ করেছি ইঞ্জিনিয়ার অফিসে। উনাকে তো ওসিও ডেকে নিয়ে ছিলেন। আসলে এটা ফাজলামি ছাড়া কিছুই না। কোন কারন ছাড়াই উনি আমার কাজ আটকে রাখছে উদ্বোধন করবেন। উদ্বোধন করবে কাজ আছে, লোকাল এমপি হিসেবে উদ্বোধন করতেই পারেন। আজকে ১৬দিন যাবৎ কাজ আটকা। আমার এমপি সাহেবের সম্পর্কে কোন মন্তব্য নেই। উনি লোকাল এমপি দেখভাল করতেই পারে। নির্বাহী প্রকৌশলীকে বলতেই পারেন। কোন ডেটও দেয় না কাজও হয় না।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো.তোফায়েল আহমেদ বলেন, ‘অভিযোগের বিষয়টি আমি অবগত না। নির্বাহী প্রকৌশলী স্যারের কাছে করতে পারে। দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে থেকে ঝালুরচর বাজার পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার রাস্তার কার্পেটিংয়ের কাজের জন্য যে সকল মেশিনপত্র নিয়ে এসেছে সেই সকল মেশিনপত্রে ত্রুটি আছে। নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক স্যার এসে দেখার পরে কাজ শুরু করা হবে।