শীতবস্ত্র নিয়ে ভাসমানদের পাশে দাঁড়ালেন জাককানইবি–বাকৃবি–আনন্দ মোহন শিক্ষার্থীরা

মাহমুদা নাঈমা ; জাককানইবি প্রতিনিধি:

 

দেশব্যাপী শুরু হওয়া তীব্র শীতে ভাসমান মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের একদল শিক্ষার্থীরা।

 

শনিবার (৩ জানুয়ারি ) ময়মনসিংহ মহানগরের রেলস্টেশন সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। মানবিক এই উদ্যোগটি স্ব-উদ্যোগে বাস্তবায়ন করেছেন শিক্ষানগরী ময়মনসিংহের নজরুল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা।

এই কর্মসূচির উদ্যোক্তাদের একজন হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তীর্থ। তিনি বলেন,“এখানে দীর্ঘদিন ধরে প্রায় আটটি পরিবার ভাসমান অবস্থায় বসবাস করছে। পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগ তারা কখনো দেখেনি। উল্টো বিভিন্ন সময় তাদের ব্যবহার করা হয়েছে। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি, যাতে অন্তত এই শীতে তারা কিছুটা স্বস্তি পায়।”

 

এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফা বলেন,“রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলোতে বহু ভাসমান মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই তীব্র শীতে সমাজের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো।”

 

কার্যক্রমটির পরবর্তী পরিকল্পনা সম্পর্কে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী তাবিব জানান, “রেলস্টেশন ছাড়াও আলিয়া মাদ্রাসা এলাকা, নতুন বাজার ও টাউন হল এলাকায় বহু মানুষ খোলা আকাশের নিচে রাত কাটায়। পর্যায়ক্রমে সেখানেও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ।”

এছাড়াও এই উদ্যোগে আরও যুক্ত ছিলেন রাসেল সামাদ, মো. শরিফুল ইসলাম, তাহমিদ, রাহাতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

এর আগে গত ১৯ ডিসেম্বর শিক্ষার্থীরা সরেজমিনে রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলো পরিদর্শন করে ভাসমান পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এ সময় তারা জানতে পারেন, অতীতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাদের নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা কোনো সহযোগিতা পাননি; বরং বহু ক্ষেত্রে তাদের ব্যবহার করা হয়েছে। এসব বিষয় লিখিতভাবে জেলা প্রশাসনকে অবগত করা হয়।

শিক্ষার্থীরা জানান, তাদের এই উদ্যোগ কোনো প্রদর্শনের জন্য নয়; বরং তীব্র শীতে ভাসমান দরিদ্র মানুষদের কষ্ট লাঘবই এর মূল উদ্দেশ্য। তারা এ মানবিক প্রয়াস অব্যাহত রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।