
রেজাউল করিম, পেকুয়া প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় গ্লোবাল টিভি ও সাপ্তাহিক পূর্বধারা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সরওয়ার আলম শামিমের মমতাময়ী মা সাজেদা খানম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় বাঁশখালী উপজেলার দক্ষিণ পুইছড়ী ইউনিয়নের শায়েরপাড়া গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার সকাল ১১টায় দক্ষিণ পুইছড়ীর পারিবারিক কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমা সাজেদা খানম ওই গ্রামের বাসিন্দা ও সাবেক বনকর্মকর্তা মরহুম শাহ আলমের সহধর্মিণী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি একজন সাংবাদিক পুত্র, একজন ফ্রান্স প্রবাসী পুত্র, তিন কন্যা এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নাতিদের মধ্যে একজন বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি), একজন ব্যাংকার এবং অপরজন সরকারি চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন।
সাংবাদিক সরওয়ার আলম শামিম জানান, মায়ের ইন্তেকালে বিভিন্ন মহল থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তিনি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর পিতা-মাতাসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করেন।











