সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ছোট্ট শিশু মোরশেদ আর বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক :

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশু (ভাই-বোন)’র মধ্যে ছোট্ট শিশু মোরশেদ (১৪ মাস) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

 

 

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূত্রে জানা যায়, মরদেহটি শিশুটির দাদীর কাছে হস্তান্তর করা হচ্ছে এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার লেমুয়া ইউনিয়নের নিজ গ্রামে নেওয়া হবে।

 

উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর রাতে কনকনে শীতে চট্টগ্রামের আনোয়ারা পিএবি সড়কের পাশে অভিভাবকহীন অবস্থায় দুই শিশু বসে থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের দেখে স্থানীয় এক দম্পতি শিশু দুটিকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে চট্টগ্রাম জেলা ও উপজেলা প্রশাসন শিশুদের তত্ত্বাবধান গ্রহণ করে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে ৩১ ডিসেম্বর রাত আনুমানিক ১২টার দিকে বাঁশখালী উপজেলা থেকে শিশুদের বাবা খোরশেদ আলম আনোয়ারা থানায় খোঁজ নিতে আসেন। আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। আদালতের নির্দেশে শিশুদের মা-বাবার বিরুদ্ধে অরক্ষিত অবস্থায় পরিত্যাগ ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়।

 

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, শিশুগুলোর বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়।

 

এদিকে শিশু মোরশেদকে সেদিন উদ্ধারের পর ৩০ ডিসেম্বর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়। সার্বক্ষণিক চিকিৎসার পরও তাকে বাঁচানো যায়নি।

 

অন্যদিকে, মোরশেদের চার বছর বয়সী বোন আয়েশা বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে । তাকে চট্টগ্রাম জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে।