শীতার্ত মানুষের পাশে এপেক্স ক্লাব অফ বাংলাদেশ জেলা–৩ এর ক্লাব

অনলাইন ডেস্ক :

 

এপেক্স ক্লাব অফ বাংলাদেশ, জেলা–৩ এর অন্তর্ভুক্ত এপেক্স ক্লাব চট্টগ্রাম মেট্রোপলিটনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল প্রফেসর শ্যামল মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান এস. কে. দত্ত অনুপ এবং এপেক্স ক্লাব অফ বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর (ইলেক্ট) এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদ চৌধুরী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াপাড়া ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান রুবেল হোসেন, এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট এপেক্সিয়ান তৈয়ব আলী, এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের প্রেসিডেন্ট এপেক্সিয়ান অনিমেষ ঘোষ, এপেক্সিয়ান রাশেদ ফরিদ, এপেক্সিয়ান উত্তম বড়ুয়া এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এপেক্স ক্লাবের অন্যতম মানবিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। ভবিষ্যতেও এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা–৩ এর পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে।