ওসমান হাদির উপর হামলা : বিক্ষোভে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়

মাহমুদা নাঈমা ; জাককানইবি প্রতিনিধি :

 

ময়মনসিংহ বিভাগে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র- শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।

 

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সন্ধা সাড়ে ৬ টায় এই মিছিল সংঘটিত হয়।প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়ে পুরাতন কলা ও বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করার পর নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

 

প্রতিবাদ মিছিলে সাধারন শিক্ষার্থীদের মূল স্লোগান ছিলো তুমি কে, আমি কে- হাদি হাদি। তাছাড়াও চাঁদাবাজ, দূর্ণীতিবাজ, ফ্যাসিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধেও স্লোগান তুলেন।

 

শিক্ষার্থীরা জানান, “এটি কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মসূচি নয়। এটি জুলাই অভ্যুত্থানের স্বপক্ষ শক্তির কর্মসূচি। যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশকে সন্ত্রাসমুক্ত করতে চায় এটি তাদের মিছিল।”

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জনাব আব্দুল্লাহ রিমন তার বক্তব্যে বলেন,” শরিফ উসমান হাদি ছিলেন জুলাই অভ্যুত্থানের একজন অগ্রনায়ক। আজ তিনি গুলিবিদ্ধ হয়ে আছেন। এইটা আমাদের জন্য, এই জাতির জন্য লজ্জাজনক। তিনি অন্তর্বর্তি সরকারকে দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের সনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।”

আরেক শিক্ষার্থী রাজু শেখ তার বক্তব্যে জানান, ” শরীফ ওসমান ভাই আজ গুলিবিদ্ধ। এইটা আমাদের অন্তর্বর্তিকালিন সরকারের জন্য ব্যর্থতা। এই সরকার জুলাই যুদ্ধাদের নিরাপত্তা দিতে বার বার ব্যর্থ হয়েছে।”
সবশেষে তিনি সন্ত্রাসীদের সনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এবং শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে তার বক্তব্য শেষ করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এশার নামাজ শেষে দোয়া মাহফিল আয়োজন করার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা তাদের এই প্রতিবাদ কর্মসূচির সমাপ্তি ঘোষনা করে।