
রেজাউল করিম, পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর নন্দীর পাড়া ক্রীড়া দল কর্তৃক আয়োজিত কিংস কাপ নকআউট ফুটসাল টুর্নামেন্ট ২০২৫-‘২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল, উপজেলা সদর ইউনিয়নের নন্দীর পাড়া বড় কবরস্থানের দক্ষিণ পাশ্বোক্ত মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এহাছান উল্লাহ।
শিক্ষক এস.এম.কে নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় ১৬টি দল নিয়ে গঠন করা এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়—দক্ষিণ মেহেরনামা ফুটবল একাডেমি বনাম মগনামা স্পোর্টিং ক্লাব।
শতশত দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনায় ভরপুর ছিল পুরো ম্যাচ। ধারাভাষ্যকার এস এম কে নজরুলের পরিচালনায় অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে দক্ষিণ মেহেরনামা ফুটবল একাডেমিকে ১–০ গোলে পরাজিত করে জয় নিশ্চিত করে মগনামা স্পোর্টিং ক্লাব। খেলায় রেফারি হিসেবে ছিলেন মোহাম্মদ আমির।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড় হিসেবে নগনামা স্পোর্টিং ক্লাবের মো. ইউনুস এর হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওয়ার্ড বিএনপি নেতা নুরুল হক, বিএনপি নেতা আবদুল গফুর, নন্দীর পাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আজম সওদাগর, যুবনেতা মো. আতিকসহ আরো অনেকেই।
এছাড়াও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য রাশেদুল ইসলাম নয়ন, নুরুল আজিম বাবুলসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন,যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্ট স্থানীয় ফুটবলকে আরও শক্তিশালী করবে বলে আশা করছি।











