পেকুয়া প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম-এর উদ্যোগে পেকুয়া উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার ( ০৭ নভেম্বর) পেকুয়া উপজেলা উপজেলা পরিষদ কমপ্লেক্স হল রুমে দিনব্যাপী এ ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে সকাল ১১ উপজেলা কমপ্লেক্স থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার নেতৃত্বে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মেলায় স্থাপিত প্যাভিলিয়নে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার মোঃ নুরুল আমিন, বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ বিএ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ ।
অনুষ্ঠানে অতিথিগন মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন । উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা ও শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান এই ০৪টি ক্যাটাগরিতে অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি অফিস সমূহ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উদ্যেক্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ তাদের সেবা ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।
এই ০৪টি ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মধ্যে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ ক্যাটাগরিতে পেকুয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ১ম স্থান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২য় স্থান,জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ৩য় স্থান অধিকার করেন। ২য় ক্যাটাগরিত ডিজিটাল সেবায় উপজেলা মৎস্য অফিস ১ম,উপজেলা নির্বাচন অফিস ২য়, উপজেলা ভূমি অফিস ৩য় স্থান অধিকার করেন । ৩য় ক্যাটাগরি হাতের মুঠোয় সেবা ও শিক্ষায় ১ম ত্রাণ ও পুনর্বান বিভাগ,২য় উপজেলা সমাজ সেবা অধিদপ্তর, উপজেলা প্রকৌশল বিভাগ ৩য় স্থান অধিকার করেন । ৪র্থ ক্যাটাগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে ১ম উপজেলা শিক্ষা অফিস,২য় মাধ্যমিক শিক্ষা অফিস এবং সমবায় অফিস ৩য় স্থান অধিকার করেন । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্খার বিরতণ করা হয়।