সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও)মুহাম্মদ সরওয়ার উদ্দীন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া,সভায় বক্তারা, উপজেলায় চুরি, ডাকাতি,মাদকের ছড়াছড়ি, যানজট, সরকারি জায়গা,ফুটপাত দখল,বাল্য বিয়ে, এ সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলে জানান, সভার সভাপতি (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন।এসময় গত মাসের মামলার পরিসংখ্যান তুলে ধরেন।

নবাগত ইউএনও মুহাম্মদ সারওয়ার উদ্দীন বলেন, এই জনপদের মানুষ যেন নির্বিঘ্নে স্ব-স্ব অবস্থানে শান্তিতে বসবাস করতে পারে এর জন্য সবাই মিলে কাজ করতে হবে। অপরাধ যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, সবার সমন্বয়ের প্রচেষ্ঠায় উপজেলায় সকল অপরাধ রোধ করা সম্ভব।তিনি আরো বলেন,আমরা সকলেই যার যার অবস্থান থেকে কাজ করলে, সরাইলকে আরো সুন্দর শান্তির জনপদ গড়ে তুলা সম্ভব হবে। সরকারি উন্নয়নে ও সামাজিক কাজে সৌহার্দ্য পরিবেশ বজায় রাখতে হবে। সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। সুন্দরও শান্তির উপজেলা গড়তে ‘ একসাথে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানা পরিদর্শক তদন্ত মো. শিহাবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা বাদল, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ূন কবির, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া,শাহজাদা পুর ইউপি চেয়ারম্যান মোছা.আছমা বেগম, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, পাকশিমুল ইউপি চেয়ারম্যান আবু কাউছার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়া, প্রমুখ।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে”ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে।