প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৪ জানুয়ারি ২০২২ ইং তারিখ ০১১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকার এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি র্যাবের চেক পোষ্টের সামনে না থামিয়ে দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ মোরশেদ হোসেন নাঈম (২৭), পিতা- মোঃ মোখলেছুর রহমান, সাং- এজবালিয়া, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী এ/পি সাং- জাফরাবাদ, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ নাছির (৩২), পিতা- মৃত আঃ হাসিম, সাং- রফিকপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়খালী এ/পি হাজী ক্যাম্প, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রামদের আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো ও সনাক্তমতে গাড়ীর ভিতরে বিশেষ কৌশলে লোকানো অবস্থায় ০২ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১০০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত প্রাইভেটকার’টি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।