ভেজাল ও নিম্নমানের বিষাক্ত ফ্লেভার পাম ওয়েল মিশ্রিত ঘি জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প নগরীর বিএসপি ফুডস প্রোডাক্টস প্রতিষ্ঠানের ভিতরে বিক্রয়ের উদ্দেশ্য ভেজাল ও নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম ওয়েল ও ডালডার সংমিশ্রণে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের কোন উপাদান ছাড়াই ঘি তৈরীর করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ জানুয়ারি ২০২২ ইং তারিখ ২৩:১৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আমিনুল ইসলাম নিজাম (৪২), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- সবুজবাগ, থানা- লালমোহন, জেলা- ভোলা, বর্তমান- সাং- জেনারেল ম্যানেজার বিএসপি ফুডস প্রোডাক্টস, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম মহানগরীকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো শনাক্ত মতে উক্ত প্রতিষ্ঠান হতে ৩,৩৬০ কেজি ভেজাল ঘি, পাম ওয়েল, ডালডা এবং ঘি তৈরীর বিষাক্ত ফ্লেভার জব্দ করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত প্রতিষ্ঠানে পাম্প অয়েল, ডালডা, ঘি ফ্লেভার এর মাধ্যমে কোন প্রকার দুধের উপাদান ছাড়াই ভেজাল ঘি তৈরি করে থাকে।  উল্লেখ্য যে, অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স বিহীন অনুমোদনহীনভাবে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনের দায়ে বিএসপি ফুডস প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ২০২১ সালে ০১ লক্ষ টাকা, ২০২০ সালে ২১ লক্ষ টাকা এবং ২০১২ সালে ০১ লক্ষ ৫৫ হাজার টাকাসহ সর্বমোট ২৩ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।