মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিভিন্ন গ্রামের ফসলি মাঠের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব দিন দিন বেড়েই চলেছে। ড্রেজারে ফসলি মাঠের বালু মাটি পাচার করে দৈনিক মোটা অংকের কালো টাকার নেশায় জড়িয়ে পড়েছেন অনেকেই। স্থানীয় নেতাকর্মীদের ছত্রছায়ায় গ্রাম্য মাতুব্বররা ফসলি মাঠের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে রমরমা বালু মাটির ব্যবসা করে চলেছেন।এতে ধ্বংস হয়ে যাচ্ছে উপজেলার আবাদী ফসলি মাঠ।
অভিযোগ রয়েছে, উপজেলা কালিকচ্ছ ধরন্তী, সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের উর্বর ফসলি মাঠের মধ্যে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে ধ্বংস করে চলেছে ফসলি মাঠ। ধরন্তী আজম ইট ভাটার পাশে রাস্তার সংলগ্নে ড্রেজার লাগিয়ে মাটি তুলা অবস্থায়”ড্রেজারসহ ছবি দেওয়া আছে” পাশের জমির মালিকেরা অনেকে অভিযোগ করে বলেন,দেখেন এমন ভাবে ড্রেজারে মাটি নিয়ে গেলে আমাদের জমি ডেবে যাবে। এদেরকে বাধা দিলে অল্টু বলে তোদের কি হয়েছে। এখানে মাটি নিব পারলে বন্ধ কর। আমরা নিরহ কৃষক ড্রেজারের মালিকরা এলাকার প্রভাবশালী। আমাদের নাম বললে আর রক্ষা নাই?এ ব্যপারে উপজেলা সদর ইউনিয়নের উচালিয়াপাড়া মো.ইউনুছ মিয়া সাংবাদিকদের জানায়, আমার ফসলি জমির পাশে ড্রেজার দিয়ে ফসলী মাঠের বালু মাটি কাটতেছে।আমি এ নিয়ে প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করেছি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, আমি কিছুদিন হয়েছে সরাইলে যোগদান করেছি ড্রেজারের বিষয়টি অবগত হয়েছি। উপজেলার সবক’টি অবৈধ ড্রেজারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গত আইন- শৃঙ্খলা সভায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন অনেকেই।
পড়েছেনঃ ৯০