পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ শাহ আলম কে সভাপতি এবং মোঃ মহসিন খান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। গত ২৮ নভেম্বর পদুয়ায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার মো. আব্দুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মহিউদ্দিন সিকদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম মনির হোসেন সরকার।

নব নির্বাচিত সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক মহসিন খান বলেন, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে আন্তরিক থাকবো এবং সর্বদা সচেষ্ট থাকবো। এসময় তারা সকলের সহযোগিতা কামনা করেন এবং দোয়া চান।