সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উদ্যোগে ডিসি’র বিদায় সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তিঃ চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের বদলি উপলক্ষে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখা উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ৬ ডিসেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ শরিফ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড. মোঃ বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারূফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু রায়হান দোলন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নাজমুল আহসান, মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির মহাসচিব ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকতা আলহাজ মুহাম্মদ ইউনুছ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, অর্থ সম্পাদক আবদুল মজিদ, সদস্য মোঃ আলাউদ্দিন প্রমূখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কমর্চারীগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে দুই বছর কর্মকালীন সময়ে সার্বিক ও দৃশ্যমান উন্নয়নে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের অবদানের বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।