পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আবাধ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সারে সাত হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি ভবনের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার ( এমপি )।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আজিজুল কবীর, প্রাণী সম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ প্রকাশ চন্দ্র সরকার ”র স্বাগত বক্তব্যে বলেন, চলতি মৌসূমে সরকারের দেওয়া ৭ হাজার ৫ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।