
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ” নজিপুর পরিবার ” ফেসবুক গ্রুপের সৌজন্যে নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে ৩০০ জন ছিন্নমূল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রুপের সিনিয়র এ্যাডমিন মো: রবিউল ইসলাম ( শুভ ), এ্যাডমিন মো: রাইহানসহ সকল মডারেটর এর তত্বাবধায়নে ও সকল সদস্যদের সার্বিক সহযোগীতায় এই খাবার প্রদার করা হয়। এবিষয়ে গ্রুপের সিনিয়র এ্যাডমিন মো: রবিউল ইসলাম ( শুভ ) বলেন, আমরা সব সময় অসহায়, এতিম ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতাসহ বিভিন্ন ধরণের সেবা মূলক কাজ করছি। আগামীতে সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করছি।
পড়েছেনঃ ১৩৮