পত্নীতলায় ১১ হাজার ট্যাপেন্টাডলসহ আটক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় টাস্কফোর্সের অভিযানে ১১ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পত্তিকে আটক করা হয়েছে। এবিষয়ে বুধবার ( ২ রা নভেম্বর ) দুপুরে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) ও পত্নীতলা থানা পুলিশের যৌথ অভিযানে পত্নীতলা উপজেলাাধীন নজিপুর পুরাতন বাজার এলাকার মো: নজরুল ইসলামের ছেলে মো: শাহিনুর ইসলামের বসতবাড়ি তল্লাশী করে ১১ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: শাহিনুর ইসলাম (৩৭) ও তার স্ত্রী গুলশান আরা (৩০) কে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মো: শাহিনুর ইসলামের নজিপুরে মেসার্স শাহিন মেডিকেল স্টোর নামে একটি ঔষুধের ফার্মেসী আছে। ঔষুধের ব্যবসার আড়ালে দীর্ঘ্যদিন ধরে তিনি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ( মাদক ) খুচরা ও পাইকারী ক্রয় বিক্রয় করে আসছে।

সংবাদ সম্মেলনে আরা উপস্থিত ছিলেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সেলিম রেজা ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁ জেলা শাখার উপপরিদর্শক মো: শামসুর রহমান।