
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় চলতি মওসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও দুইজন কৃষককে ধান মাড়াইয়ের দুইটি মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে প্রথম ধাপে ৪ হাজার জন কৃষকের মাঝে এই প্রনোদনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার ( এমপি )।
এসময় স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ প্রকাশ চন্দ্র সরকার বলেন, বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশের তেলের চাহিদা নিজেরা পূরণ করার জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৪ হাজার জন কৃষককে ১ বিঘা জমির জন্য সরিষা বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।