
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: যে কেউ দেখে মনে করবে এটি একটি পরিত্যক্ত ভবন। কিন্তু বাস্তবতা হলো এই ফাঁটল ধরা জরাজীর্ণ ভবন থেকেই জনসেবা দেওয়া হয় প্রায় ৪০ হাজার মানুষ কে। ভবনটি নিয়ে শঙ্কায় আছে অত্র পরিষদের জনপ্রতিনিধি ও সেবা নিতে আসা সাধারণ মানুষ। তারা ধারণা করছে যেকোন মূহূর্তে ইউনিয়ন পরিষদের ভবনটি ধসে পড়ে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। নওগাঁর পত্নীতলার মাটিন্দর ইউনিয়ন পরিষদের ভবনটি নিয়ে ঝুঁকিতে রয়েছে অত্র এলাকার প্রায় ৪০ হাজার সাধারণ মানুষ।
ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে শিবপুর এলাকায় হাটের জমির উপর ইউনিয়ন ভবনটি তৈরী করা হয়। শিবপুর এলাকার মো: রেজাউল করিম বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের কোন নিজেস্ব জমি ও ভবন নেই। ইউনিয় পরিষদের ভবনটি আমাদের শিবপুর হাটের জমির উপর তৈরী করা হয়েছে। যে ভবনটি আজ আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা সরকারের নিকট নতুন ভবন বরাদ্দের জন্য জোর আবেদন জানাচ্ছি।
এবিষয়ে মাটিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সুলতান মাহমুদ বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের নিজেস্ব কোন ভূমি ছিলোনা। আমি নির্বাচিত হবার পর ভূমি ক্রয় করেছি। এখন ভবন বরাদ্দ আসলেই এলাকাবাসীর দীর্ঘ্য দিনের স্বপ্ন পূরণ হবে।