পত্নীতলার খিরসীন বিদ্যালয়ে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা, সাংস্কুতিক অনুষ্ঠান ও  আলোচনা সভা অনুষ্ঠিত

জামিল আহম্মেদ ,( নওগাঁ ) প্রতিনিধি:  নওগাঁর পত্নীতলার খিরসীন এস.কে দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৪ঠা মার্চ শনিবার দিনব্যাপী ক্রিয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবার পরে ৫ মার্চ রবিবার বিভিন্ন প্রতিযোগীতার মধ্য দিয়ে রাত ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিশু বিভাগের রেজিষ্টার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডা. ফিরোজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাহাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব এটিএম জিল্লুর রহমান, পত্নীতলা পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানাজার শাহ মো: রাজ্জাকুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।