মৃত্যুর আতঙ্কই এখন ড্রাম ট্রাক ও ট্রাক্টর

Exif_JPEG_420

পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাক ও ট্রাক্টর এখন পথচারীদের মৃত্যুর ফাঁদ হয়ে । সরকারি নিয়ম অনুযায়ী সড়ক- মহাসড়ক দিয়ে দিনের বেলায় ট্রাক – ট্রাক্টর চলাচল নিষেধ থাকলেও দিন দুপুরে প্রশাসনের নাকের ডগায় অযোগ্য চালক দ্বারা দ্রুত গতিতে চলছে বালুবাহী ড্রাম ট্রাক ও ট্রাক্টর। পত্নীতলা উপজেলার প্রাণ কেন্দ্র বলা হয় নজিপুর কে।

এই নজিপুরে রয়েছে উপজেলা, থানা, হাসপাতাল, স্কুল,কলেজ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবস্থিত। নজিপুরের রাজধানী বলা হয় নজিপুর বাসস্ট্যান্ডকে। এই বাসস্ট্যান্ডে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ১৫ টিরও অধিক ক্লিনিক – ডায়াগণষ্টিক সেন্টার ও ছোট বড় সব ধরণের দোকানপাট।

সূর্য্য উদয়ের পূর্বেই দেখা যায় কোমলমতী ছোট ছোট শিক্ষার্থীগুলো প্রাইভেট , কোচিং ও স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যাবার জন্য বেরিয়ে পড়ে। বেলা বাড়ার সাথে সাথে সব ধরণের দোকানপাট খুলতে শুরু করে। সেই সাথে সাথে ছোট শহরের রাস্তায় যান চলাচলও বাড়তে থাকে। ঠিক এই সময় থেকেই প্রশাসনের চোখ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি বিধি নিষেধ কে উপেক্ষা করে রাজার হালতে এলোপাতারী ভাবে দ্রুত গতিতে চলছে বালুবাহী ড্রাম ট্রাক ও ট্রাক্টর।

এসব বালুবাহী ড্রাম ট্রাক ও ট্রাক্টরের জ্বালায় অতিষ্ট এলাকাবাসী ও পথচারীরা। অনেক সময় দেখা যায় যাতায়াতের রাস্তায় বালু পড়ে থাকায় সৃষ্টি হয়েছে ধুলার কারখানা। অনেক সময় নাকে- মূখে কাপড় দিয়ে চলতে বাদ্ধ হয় সাধারণ পথচারীরা। শুধু তাই নয় অদক্ষ ড্রাম ট্রাক ও ট্রাক্টর এর ড্রাইভার নিয়োগ দেবার ফলে ঘটছে একের পর এক মর্মান্ত্রিক দূর্ঘটনা। গত নভেম্বর মাসে শহীদ প্রতাপ সেতুর উপর ড্রাম ট্রাকের চাপায় মর্মান্ত্রিক দূর্ঘটনার স্কিকার হয়ে এক শিশুসহ মারা যায় তিনজন।

এবিষয়ে আব্দুস সালামসহ একাধিক পথচারীরা বলেন, সরকারি নিয়ম হলো দিনের বেলায় কোন ট্রাক- ট্রাক্টর রাস্তায় চলতে পারবেনা। তাহলে তারা কিভাবে দিন দুপুরে পুলিশ- সর্বস্থরের প্রশাসনের চোখের সামনে দিয়ে চলছে দূর্বার বেগে। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে রাস্তায় চলাফেরা করবো। শীত পড়েছে সকালে রাস্তায় ঘন কুয়াশা থাকে। এই সময় আমরা আমাদেরে সন্তানদের কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো? কিভাবে নিশ্চিত হবে তাদের রাস্তায় নিরাপত্তা ?

তারা আরো জানান, আমরা প্রতিবাদ স্বরুপ দুই একটা গাড়ি দাঁড় করায়ে প্রশ্ন করলে ড্রাইভার ও গাড়িতে থাকা অপ্রাপ্ত স্টাফদের ভাস্য আমরা আমাদের গাড়ি অনেক উপর মহলের।

এবিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ বলেন, সুনিদিষ্ট কোন অভিযোগ পেলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।