
সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড পুলিশ বক্সের সামনে থেকে মোছাম্মৎ সোনিয়া (২৫) নামে এক পোশাক শ্রমিকের ছিনতাইকৃত মোবাইল উদ্ধারসহ মোঃ রিফাতুল ইসলাম (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে সিএমপি’র ট্রাফিক-বন্দর বিভাগের ১৭ ব্যাচের সার্জেন্ট জহিরুল ইসলাম। আটককৃত ছিনতাইকারীকে থানায় সোপর্দ করে ভিকটিমের হাতে মোবাইলটি তুলে দেয়া হয়েছে।
১৫ নভেম্বর মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মোবাইলটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় আর্ত চিৎকার শুনে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে। আটককৃত ছিনতাইকারী রিফাত পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পূর্ব পানপট্টি গ্রামের বাদশা মিয়া খলিফার পুত্র।
সিএমপি’র ট্রাফিক-বন্দর বিভাগে সার্জেন্ট (প্রসিকিউশন) মেহেদি হাসান লরেন্স জানান, ইপিজেডের পোষাক কারখানা জেড এন্ড জেড ইন্টিমেট লিমিটেডের সুপারভাইজার সোনিয়া। ১৫ নভেম্বর মঙ্গলবার রাতে অফিসের কাজ শেষে ইপিজেড পুলিশ বক্সের সামনে দিয়ে মাইলের মাথাস্থ বাসায় যাওয়ার পথে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য রিফাতুল ইসলাম কৌশলে পোষাক শ্রমিক সোনিয়ার হাতে থাকা মোবাইলটি ছিনতাই করে পালাতে থাকে। এসময় ঐ মহিলার আর্ত চিৎকার শুনে ইপিজেড মোড়ে কর্তব্যরত সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে ছিনতাইকারী মোঃ রিফাতুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মোবাইলটি উদ্ধার করে পোষাককর্মী সোনিয়ার হাতে তুলে দেন সার্জেন্ট জহিরুল ইসলাম।
এদিকে মোবাইলটি হাতে পেয়ে ট্রাফিক সাজেন্ট ও ট্রাফিক বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পোষাক শ্রমিক সোনিয়া।












