এক হাজার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নগরফুলের শীতবস্ত্র বিতরণ উৎসব এর শুভ উদ্বোধন

সময়ের নিউজ ডেস্কঃ ‘শীত আসবে শিশু হাসবে উষ্ণতার পরশে’ এই শ্লোগানকে সামনে রেখে ৮ম বারের মত ১০০০ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন নগরফুল।নগরফুল এর ২০২২-২০২৩ সেবাবর্ষের সভাপতি তাসলিমা সুলতানা মুমু-র সভাপতিত্বে ৯ ডিসেম্বর বেলা ৩ টায় চট্টগ্রাম নগরীর সি আর বি শিরিশতলা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন নগরফুল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন,এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর শেখ শামসুদ্দীন সিদ্দিকী, চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমান, ব্রাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভ ডল্যান্ড,সার্জেন্ট মুনাফ মুন্সি,বান্দরবান সরকারি কলেজ উপাদ্যক্ষ সনজীব কুমার চৌধুরী ,লিও জেলা সাবেক সভাপতি ওবাইদুর রহমান,লিও জেলা সভাপতি ইরফান মোস্তফা শীত বস্ত্র বিতরণ উৎসব কমিটির আহবায়ক সাফায়েত হোসেন,সমাজ কর্মী নোমান উল্লাহ বাহার,স্বপন আহমেদ, আওয়ার ক্যানভাস এর ক্রিয়েটিভ হেড জুনায়েদ হাবিব,পুলিশ কর্মকর্তা সোহেল সহ চট্টগ্রামের বিভিন্ন সামজিক সংগঠন এর নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ উৎসবের উদ্বোধনকালে নগরফুল প্রতিষ্ঠাতা বায়েজিদ সুমন বলেন, সুবিধাবঞ্চিত ও পথশিশুরা আমাদের ই অস্ত্বিত্বের একটি অংশ পরিপূর্ণ সহায়তা ও সহযোগিতা পেলে ওরাও হয়ে উঠবে এ দেশের সম্পদ,সমাজের তরুন ও বিত্তবান রা এগিয়ে এলেই সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জীবন মান উন্নয়ন করে একটি সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেয়া সম্ভব, উল্লেখ্য এই যে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করা সংগঠন নগরফুল ৭ টি হলিডে স্কুল, ওয়ানচাইল্ড ওয়ান ডোনার প্রজেক্ট, সাবলম্বি প্রজেক্ট সহ ৬ টি দীর্ঘমেয়াদি প্রজেক্ট এর মাধ্যমে ২০১৫ সাল থেকে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে”