
পেকুয়া, কক্সবাজারঃ বিজয়ের এই মাসে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (১২ ডিসেম্বর) পালিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এই নিয়ে ষষ্ঠবারের মতো সারা দেশে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাহিদুল ইসলাম এর নেতৃত্বে সকাল ১০টায় পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনষ্টিটিউশন ক্যাম্পাস থেকে একটি র্যালী বের হয়ে পেকুয়া উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় । পরে পেকুয়া উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী, পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম গনমাধ্যম কর্মী দেলওয়ার হোসাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন। এসময় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারকৃত মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থিত সকলে উপভোগ করেন।