
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে চরবাটা ইউনিয়ন পরিষদের ১ম নির্বাচিত সফল চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং হাজী মোশারেফ হোসেন স্কুল এন্ড কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোশারেফ হোসেন এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) উপজেলার চরবাটায় হাজী মোশারেফ হোসেন স্কুল এন্ড কলেজের মাঠে বিশাল পরিসরে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় কলেজের সহকারী শিক্ষক বিক্রম চন্দ্র মাতাব্বর এর সঞ্চালনায় প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ চৌধুরী, পূর্বচরবাটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সালেহ উদ্দিন, প্রফেসর মীজানুর রহমান, স্থানীয় ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।