বিজয় দিবসে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধা

 সীতাকুণ্ড প্রতিনিধি : মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্রগ্রাম সীতাকুণ্ড উপজেলা সাংবাদিকদের সংগঠন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব। এসময় শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্য সদস্যরা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ ইউসুফ খান ও সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুলের নেতৃত্বে উপজেলার কেন্দ্রিয় শহিদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যগণ শহীদবেদীতে শ্রদ্ধা নিবেদন করে। দুপুর ১২টায় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুলের পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশ নিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য টিপু দাশ গুপ্ত, কামরুজ্জামান কামরুল, এম কে মনির, রেজাউল হোসেন পলাশ, ফারহান সিদ্দিক, ইমাম হোসেন ইমন, মামুনুর রশিদ মাহিন, মহিউদ্দিন, জয়নাল আবেদীন, এ কে অপু, শেখ নাহিদ, আব্দুল মামুন, মামুনুর রশিদ, সাজ্জাদ হোসেন প্রমুখ।