কক্সবাজার,পেকুয় প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বিএ এর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত মো. শহীদুল্লাহ (৫২) উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ছিলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, আজ ভোর ৬টার দিকে পেকুয়া কলেজ মাঠের শহীদ মিনারে ফুল দিতে উপজেলা সদরের চৌমুহনী এলাকায় জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। শহীদ মিনারের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন শহীদুল্লাহ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে শহীদুল্লাহর মৃত্যু হয়েছে। প্রথমে তাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার বাদে মাগরিব মরহুমের জানাজা টইটং উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার মুসল্লি জানাজ অংশ নেন। জানাজার পূর্বে মরহুওমর আত্নার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখানে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম,সাধারন সম্পাদক মুজিবুর রহমান, চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, সাবেক জেলা আওয়ামীলীগ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি । জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জানান, শহিদুল্লাহর মৃত্যুতে শোক জানিয়ে জেলা আওয়ামীলীগের সকল কর্মসূচি স্থগিত করে দেয়া হয়েছে ।শহিদুল্লাহর মৃত্যৃ সামাজিক রাজনৈতিক সংগঠন ও সর্বস্থরের মানুষ শোক জানিয়েছেন