সৈয়দ মঈনুদ্দিন হোসেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ কে এম স্পোর্টিং ক্লাব আয়োজিত মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সাবিক সহয়তা কে এম এজেন্সি পৃষ্ঠাপোষকতাই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর শ্রদ্ধায় পিতা সৈয়দ মঈনুদ্দিন হোসেন স্মৃতি দিবারাত্রি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুনামেন্ট ২০২৩ ইং এর টুর্ণামেন্ট কমিটি কো- চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং মোঃ মোশাররফ হোসেন লিটন সঞ্চলনাই এম এ আজিজ স্টেডিয়ামে জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম স্পোর্টিং ক্লাব ও কে এম এজেন্সি চেয়ারম্যান মোঃ মসিউল আলম স্বপন। এতে আরো উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটি কো-চেয়ারম্যান সুমন দেবনাথ,আলোউদ্দীন মাসুদ,মহসিন আলী বাদশা,আলোউদ্দীন ভূঁইয়া, সচিব এস এম মামুন রশীদ,সদস্য,সাহেদ হোসেন হিরা,ইসমাইল রাহাত, সাইমন আহমেদ সাহেদ, মিনহাজ মাসুম, আরমান হোসেন ইমন,শহিদ,মান্না, অনিক। টুর্ণামেন্টে এক গ্রুপে ৪ টি করে মোট ১৬ দল অংশ গ্রহণ করবে।

আগামী ৩ জানুয়ারী রোজ সোমবার সন্ধ্যা ৬টা উদ্ধোধনী খেলাই সাতকানিয়া পশ্চিম ডলু স্পোর্টিং ক্লাব বনাম শেখ রাসেল সৃতি সংসদ( স্টেশন রোড়) মোকাবেলা করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি মসিউল আলম স্বপন। চ্যাম্পিয়ন দল কে নগদ ৫০,০০০ হাজার, রানারআপ দলে ৩০, ০০০ টাকা সহ নগদ লক্ষfধিক টাকা পুরস্কার প্রদান করা হবে।