
প্রেস বিজ্ঞপ্তিঃ কে এম স্পোর্টিং ক্লাব আয়োজিত মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সাবিক সহয়তা কে এম এজেন্সি পৃষ্ঠাপোষকতাই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর শ্রদ্ধায় পিতা সৈয়দ মঈনুদ্দিন হোসেন স্মৃতি দিবারাত্রি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুনামেন্ট ২০২৩ ইং এর টুর্ণামেন্ট কমিটি কো- চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং মোঃ মোশাররফ হোসেন লিটন সঞ্চলনাই এম এ আজিজ স্টেডিয়ামে জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম স্পোর্টিং ক্লাব ও কে এম এজেন্সি চেয়ারম্যান মোঃ মসিউল আলম স্বপন। এতে আরো উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট কমিটি কো-চেয়ারম্যান সুমন দেবনাথ,আলোউদ্দীন মাসুদ,মহসিন আলী বাদশা,আলোউদ্দীন ভূঁইয়া, সচিব এস এম মামুন রশীদ,সদস্য,সাহেদ হোসেন হিরা,ইসমাইল রাহাত, সাইমন আহমেদ সাহেদ, মিনহাজ মাসুম, আরমান হোসেন ইমন,শহিদ,মান্না, অনিক। টুর্ণামেন্টে এক গ্রুপে ৪ টি করে মোট ১৬ দল অংশ গ্রহণ করবে।
আগামী ৩ জানুয়ারী রোজ সোমবার সন্ধ্যা ৬টা উদ্ধোধনী খেলাই সাতকানিয়া পশ্চিম ডলু স্পোর্টিং ক্লাব বনাম শেখ রাসেল সৃতি সংসদ( স্টেশন রোড়) মোকাবেলা করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি মসিউল আলম স্বপন। চ্যাম্পিয়ন দল কে নগদ ৫০,০০০ হাজার, রানারআপ দলে ৩০, ০০০ টাকা সহ নগদ লক্ষfধিক টাকা পুরস্কার প্রদান করা হবে।