![](https://somoyernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো.তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উৎসব মুখর পরিবেশে শুক্রবার ৩০ ডিসেম্বর, ২০২২ সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্টিত।সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারি ১২৬টি সরকারি প্রাথমিক স্কুল ও ৫১ টি কিন্ডার গার্ডেন স্কুলের ১১শত৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরিক্ষার কেন্দ্রে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। ১২ শত২৫ শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছেন ৫৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১১শত ৬৬ জন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান দেশ,জাতি, সমাজের কল্যাণে নিবেদিত করবে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন বলেন,বৃত্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি।এদিকে এবারের বৃত্তি পরীক্ষায় সরাইল উপজেলায় ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় উপজেলার মোট ১১শত ৬৬ জন শিক্ষার্থী অংশ নেয় যার অর্ধেকের চেয়ে বেশী মেয়ে শিক্ষার্থী।