না ফেরার দেশে চলে গেলেন “ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী

মো. তাসলিম উদ্দিন, সরাইল, ব্রাহ্মণবাড়িয়াঃ দুনিয়ার জগৎ হলো ক্ষণস্থায়ী। একদিন জগৎ নাশ হয়ে যাবে। পৃথিবী অস্তিত্ব হারাবে।পৃথিবীতে কোনো মানুষের চিহ্ন অবশিষ্ট থাকবে না। এই ধ্বংসশীল দুনিয়াতে মানুষও ধ্বংসশীল।ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মোহন মিয়া (৬০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহন মৈশান সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিনের নোয়াগাঁও (মধ্যপাড়া) মৈশান বাড়ির মৃত্যু ফজর আলীর ছেলে। তিনি ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পালানোর পথ নেই : মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়। আল্লাহর আদেশ ও রাসুল (সা.)-এর অনুসরণ ভুলে যায়। দুনিয়া নিয়ে অধীর মত্ত হয়ে পড়ে। দুনিয়াকে নানা কৌশল ও নানা ব্যবস্থাপনায় সাজাতে ব্যস্ত থাকে। মৃত্যু নামক চিরন্তন সত্যকে মন থেকে মুছে ফেলে। দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়ায়। মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর অলিক স্বপ্নে বিভোর থাকে। অথচ মৃত্যু থেকে পালিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। মৃত্যু প্রাণকে পাকড়াও করবেই।

আল্লাহ বলেন, ‘মৃত্যুযন্ত্রণা সত্যিই আসবে। (হে মানুষ!) এটাই সে জিনিস, যা থেকে তুমি পালাতে চাইতে।’ (সুরা : কাফ, আয়াত : ১৯)মৃত্যুর স্থান জানা নেই : মৃত্যু কাউকে জানান দিয়ে আসে না। কোনো সময় বা নির্ধারিত স্থান ধরে উপস্থিত হয় না। মানুষ জানে না কার মৃত্যু কোথায় কোন জমিনে হবে। আল্লাহ বলেন, ‘এবং কোনো প্রাণী এটাও জানে না যে কোন ভূমিতে তার মৃত্যু হবে।’ ( সুরা : লুকমান, আয়াত : ৩৪)।

হাসপাতালে পরিবার সুত্রে জানান,দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। শনিবার বিকাল ৩টা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। বিকাল সাড়ে ৫টায় তিনি মৃত্যুবরণ করেন।মোহন মিয়া সরাইল- আশুগঞ্জ – আসন থেকে আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত( ৫ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দিয়েছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ফেসবুকে শোকবার্তা জানিয়েছেন অনেকে।হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।