ফটিকছড়ি প্রতিনিধিঃ দেশ বিদেশের প্রখ্যাত ক্বারীদের আগমন ও হাজারো কুরআন প্রেমী মুসল্লীদের উপস্থিতিতে ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল। গত ১২ জানুয়ারি লেলাং ইউনিয়ন শাহনগর আল-ইত্তেহাদ ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ক্বেরাত মাহফিলে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক ক্বারীদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী শেখ রাজাই আইয়ুব (তানজানিয়া), ক্বারী শেখ ঈদী শাবান ( তানজানিয়া), ক্বারী শেখ সালাহ মোহাম্মদ সোলাইমান (মিশর), ক্বারী শেখ আব্দুর রহমান (মিশর), ক্বারী শেখ ইদ্রীস আবিদা (তানজানিয়া)। এছাড়াও দেশের প্রসিদ্ধ ক্বারীবৃন্দ মাহফিলে ক্বেরাত পরিবেশন করেন। দেশ বিদেশ থেকে আগত ক্বারীদের সুললিত কন্ঠে তেলোয়াতে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
৩য় বারের মতো আয়োজিত আন্তর্জাতিক ক্বেরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জাফর আলম। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার, জয়নাল আবেদীন চৌধুরী, আকতার হোসেন প্রমুখ।
ক্বেরাত মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত ইসলাহী সম্মেলনে বক্তব্য পেশ করেন জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, সেগুনবাগিচা মাদরাসার পরিচালক হাফেজ মোহাম্মদ তৈয়ব, মুফতি রহিম উল্লাহ, মুজিবুর রহমান আনছার উল্লাহ, শোয়েব মঞ্জু সহ আরো অনেকে। মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ও উত্তরজেলা আওয়ামীগীগের সদস্য হাসিবুন সুহাদ সাকিব, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বখতিয়ার সাইদ ইরান, আলহাজ্ব মাহবুবুল আলম, হাজী বেলাল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলের শেষে সমসাময়িক বিষয়ের ওপর ইসলামি সঙ্গীত পরিবেশন করেন নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক আলমগীর বিন কবির।