ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যেসব প্রতীক পেলেন প্রার্থীরা

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।সোমবার(১৬ জানুয়ারি)সকালে রিটার্নিং কর্মকর্তা মো. সাহাগীর আলম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।অনেকটা উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। অনেক লোক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।এ সময় জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সাবেক এমপি এড.জিয়াউল হক মৃধাকে স্বতস্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কা তুলে দেন রিটানিং কর্মকর্তা মো. সাহাগীর আলম।

এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের সময় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি উকিল আবদুস সাত্তার ভূইঁয়া উপস্থিত ছিলেন না। তার পক্ষের লোকজন প্রতীক ডাব মার্কা বুঝে নেন। এ সময় জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েলকে দলীয় প্রতীক গোলাপ ফুল। জাতীয় পার্টি প্রার্থী আব্দুল হামিদ ভাসানীর হাতে দলীয় প্রতীক লাঙ্গলও মো.আবু আসিফ আহমেদকে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি মার্কা তুলে দেওয়া হয়। উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.সাহাগীর আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের পাচঁজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার থেকে প্রতীক নিয়ে প্রার্থীরা প্রচারণা করতে পারবেন।

গত ১১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের- ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূইঁয়া পদত্যাগ করলে আসনটি শূন্য পদ হয়ে যায়।এই শূন্য পদে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন ভোটার ১৩২টি কেন্দ্রে ভোট দেবেন। এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন তিন স্বতন্ত্র প্রার্থী প্রত্যাহার করেন।