মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ- নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি মার্কার উকিল আবদুস সাত্তার ভূইঁয়া বলেছেন, আপনাদের সমর্থন আমার মুল পুঁজি’ আপনারা জানেন ১৯৭৯সালও আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। আপনারা আমার পাশে ছিলেন। আজ দেশ ও জাতির কল্যাণে আপনারা আমার পাশে আছেন থাকবেন।বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১২টার দিকে উপজেলা’র হাজী মকছুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ- নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার নির্বাচনী প্রচারনা উপলক্ষে ৫ গ্রামের মানুষের সাথে মতবিনিময় সভায় ভোটারের উদ্দেশ্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পাঁচবারের এমপি উকিল আবদুস সাত্তার ভূইঁয়া বলেন, দেশের কল্যাণ জাতির কল্যাণে আপনাদের সমর্থন আমি চাই। আপনারা অনেকে সমস্যার কথা জানিয়েছেন,অনেক দাবিদেয়ার কথাও বলেছেন। এ সময় তিনি তাদের উদ্দেশ্য করে বলেন,আপনারা দোয়া করবেন যেসব সমস্যা এবং দাবিদেয়া কথা বলা হয়েছে আমি যেনো এ গুলা সমাধান করতে পারি। তাই আবারও আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের সমর্থনই আমার মূল পূঁজি।
ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল -আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের মত বিনিময় সভার সভাপতিত্বে করেন,হাজী সিরাজ খান।অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদির সঞ্চালনায় আরও বক্তব্য দেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তালেব মিয়া, পাকশিমুল ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কুতুবুল আলম, সৌদী আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম কামাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান মঞ্জুও ইউপি মেম্বার মো। সুজন মিয়া প্রমুখ। পরে তিনি বিকালে উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ভূঁইয়ার ডিগ্রী কলেজে এলাকার মানুষের সাথে মত বিনিময় করেন।উল্লেখ্য : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন ভোটার ১৩২টি কেন্দ্রে ভোট দেবেন।