সময়ের নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর এতিহ্যবাহী মেজবানের মধ্য দিয়ে শুভসূচনা হয়ে গেলো “নাহার বিল্ডার্স” এর নতুন প্রজেক্ট ১৫তলা বিশিষ্ট সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অভিজাত শপিং কমপ্লেক্স “নাহার স্কয়ার” এর নির্মাণ কাজ। আজকের বিনিয়োগ আগামীদিনের সম্পদ এই স্লোগানকে সামনে রেখে নগরীর বহদ্দারহাট মোড়ে পুলিশ বক্সের সামনে ২৮-এ জানুয়ারী শনিবার সন্ধ্যায় “নাহার স্কয়ার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ সুচনা করা হয়। এই উপলক্ষে নাহার কিল্ডার্স এর পক্ষ থেকে মিলাদ,দোয়া,মোনাজাত এবং মেজবানের আয়োজন করা হয়।
মেজবানে প্রায় ৫ হাজার মানুষের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলে এই মেজবান। ব্যাপক উৎসাহ নিয়ে মেজবানে অসংখ্য নারী পুরষ শিশু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তাঁদের সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। ১৫তলা বিশিষ্ট নাহার স্কায়ার শপিং কমপ্লেক্স একটি নান্দনিক সুবিধা সম্বৃদ্ধ কমার্শিয়াল স্পেস। নিচতলায় থাকছে কসমেটিক জুয়েলারি জোন, ১ম ফ্লোরে থাকবে লেডিস জোন, ২য় ফ্লোরে থাকবে জেন্টস জোন, ৩য় ফ্লোরে থাকবে এক্সেসরিজ মোবাইল শপ, ৪র্থ ও ৫ম ফ্লোরে থাকবে ব্রেন্ডসফ, চেইন রেস্টুরেন্ট, ৬ষ্ঠ ফ্লোরে থাকবে ফুড কোর্ট, ৭ম থেকে ১৪ তম তলা থাকবে স্টুডিও এপার্টমেন্ট, রুফ টপ রেস্টুরেন্ট,স্পা, সুইমিংপুল।
এই সময় উপস্থিত নাহার কিল্ডার্স ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান ইন্জিনিয়ার জসিম উদ্দিন জনি সময়ের নিউজে এক সাক্ষাৎকারে বলেন আজকের বিনিয়োগ যেন আগামীর ভবিষ্যৎ হয় সেই চিন্তা মাথায় রেখে বহদ্দারহাট মোড়ে এই আধুনিক কমার্শিয়াল মার্কেট এর নির্মাণ করতে যাচ্ছি।