কক্সবাজার পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বৈশ্বিক জঙ্গিবাদ প্রতিরোধে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনকল্পে ইসলামী ফাউন্ডেশনের আওতাধীন ইমামদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।গতকাল সোমবার (৩০ জানুয়ারী) পেকুয়া উপজেলা সভাক্ষে উপজেলা মাঠ পরিদর্শক মোঃ আবু বক্কর রফিকের সভাপতিত্বে ও আদর্শ তত্বাবধায়ক জামাল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।
বিশেষ অতিথি হিসাবে সামাজিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন কক্সবাজার জেলার উপ-মহা পরিচালক ফাহমিদা বেগম,বীর মুক্তিযোদ্ধা এড,কামাল হোসেন,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আজিজুল হক,পেকুয়া থানার ওসি’র প্রতিনিধি সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) রুকনুজ্জামান ও হাফেজ আবদুল কাইয়ুম। মতবিনিময় সভায় বক্তারা জঙ্গিবাদকে সামাজিক ব্যাধী হিসাবে চিহ্নিত করে এর প্রতিরোধে ইমামগণকে অগ্রণী ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন। সমাজে যেকোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম নজরে আসলে স্থানীয় জনপ্রতিনিধি তথা প্রশাসনকে অবহিত করার আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক জালাল উদ্দিন।
মতবিনিময় সভাশেষে উপজেলায় কর্মরত ইমামদেরকে কাজে উৎসাহদানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট ইমাম বাছাই কার্যক্রম অনুষ্টিত হয়। এ বাছাই কার্যক্রমে বিচারক হিসাবে দায়ীত্ব পালন করেন,উপজেলা কৃষি অধি-দফতরের ইউনিয়ন কৃষি মাঠ পরিদর্শক সায়েদুল আলম,উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ আবদুল কাইয়ুম ও হাফেজ মনির উল্লাহ।
মতবিনিময় সভায় বক্তারা, বঙ্গবন্ধুর আত্ম-জীবনের উপর স্মৃতিচারণ করে আরো বলেন বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে সাধারণ মানুষের সেবা করতে পারলে এদেশ উন্নতির সর্বোচ্ছ অবস্থানে অধিষ্টিত হতে পারবে। বঙ্গবন্ধুই একমাত্র সরকার প্রধান হিসাবে ইসলামের প্রচার-প্রসারে এমনকি বাংলাদেশের তৃনমুলের মুসলিম নারী-পূরুষের মাঝে ইসলামের বাণী পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্টিত করেছিলেন।
আলোচনাসভায় বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর হাতে ইসলামী ফাউন্ডেশন সৃষ্টি হয়েছিল বলেই মৌলভীরা আজ চাকুরী করে বেকারত্ব দূর করতে পারছে। অনুষ্টানে আগত উপস্থিত শিক্ষকেরা এ প্রতিবেদককে বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে এবং দেশের মুসলিম সমাজকে আল্লাহ ও রাসুলের তথা কোরআন ও হাদিসের আলোকে প্রাত্যহিক জীবন পরিচালনা করার জন্য ধর্মীয় শিক্ষাকেন্দ্র ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্টিত করায় কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত দানে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়।