সীতাকুণ্ডে দৈনিক ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

সীতাকুণ্ড প্রতিনিধি : মুক্তিযুদ্ধের চেতনাবাহী বাংলাদেশের প্রাচীণতম জাতীয় দৈনিক ভোরের কাগজের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী বুধবার বাদ মাগরীব সীতাকুণ্ড মডার্ণ ক্যাফেটেরিয়ার হলরূমে ভোরের কাগজের সীতাকুণ্ড(চট্টগ্রাম) করেসপন্ডেন্ট মুহাম্মদ ইউসুফ খাঁন এর আয়োজনে ভোরের কাগজ পাঠক ফোরাম সীতাকুণ্ড উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। তিনি বলেন, ৯০ এর দশকে সীতাকুণ্ডসহ সমগ্র বাংলাদেশে ভোরের কাগজ শীর্ষ পত্রিকায় অবস্হান ছিল। সে হৃত গৌরব আবারও পূর্ণোদ্দমে ফিরে আসুক সাবের হোসেন চৌধুরী এমপি ও শ্যামল দত্তের হাত ধরে। উপস্হিত শতাধিক বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ভোরের কাগজ শুরু থেকে এখনোবধি মুক্তিযুদ্ধকে লালন ও ধারন করে। সুতরাং সকলকেই ভোরের কাগজ কিনতে হবে পড়তে হবে এবং স্বাধীনতাকে জানতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড বারআওলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর, সীতাকুণ্ড মডেল থানার এসআই মোকাব্বির হোসেন গাজী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, প্রাক্তন কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইমুন মামুন উদ্দীন, মডার্ণ হসপিটালের এমডি খালেদ মোশারফ, ভোরের কাগজ পাঠক ফোরামের নির্বাহী সভাপতি নাজনীন আক্তার পান্না, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শামিমা আক্তার লাভলী।
এসময় উপস্হিত ছিলেন সার্জেন্ট(অব:)মজিবুর রহমান, সৌরভ চৌধুরী, মো. হারুন, চল্চ্চিত্র ও টেলিফিল্ম অভিনেতা সাজ্জাদ হোসেন ভূঁইয়া, ছাদেক মস্তান(রা:)উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ছাদেক, ভাটেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, ইন্জি. কামরুদ্দোজা, শাহ সুলতান শামীম, আনিছুর রহমান, কেএম সালাহউদ্দি সহ প্রমুখ