দিন দিন জমে উঠছে সন্দ্বীপে ভ্রাম্যমান বই মেলা

নিজস্ব প্রতিবেদক :আজ যুক্ত হলো কবি বাদল রায় স্বাধীনের ৩ টি কাব্য গ্রন্থ  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সন্দ্বীপে মাসব্যাপী ভ্রাম্যমান বই মেলা। সমকাল সুহৃদ সমাবেশ সন্দ্বীপ শাখা, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন ভোরের পাখি সাহিত্য মেলা ও বই বিষয়ক সংগঠন বইচিন্তার সমন্বিত উদ্যোগে সন্দ্বীপের বিভিন্ন স্কুল কলেজ ও পাবলিক প্লেসে পর্যায়ক্রমে চলছে এই বইমেলা।
আজ ছিলো বই মেলার বার তম দিন। আজকের নির্ধারিত স্থান ছিলো দ্বীপ বন্ধু মুস্তাফিজুর রহমান কলেজ ও বিশ্ব বিদ্যালয়। বারতম দিনে আজ বই মেলায় যুক্ত হলো সন্দ্বীপের সবার পরিচিত মুখ কবি ও সাংবাদিক বাদল রায় স্বাধীনের তিনটি কাব্য গ্রন্থ ১তােমাকে নিঃসঙ্গ দেখতে চাই ২/ অসুখেও সুখ আছে ৩/ কষ্টের মাঝে নষ্টের জন্ম। উক্ত বই মেলার উদ্বোধন করেন উক্ত কলেজের অধ্যক্ষ জামিল ফরহাদ।
এ সময় বই মেলার উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের পাখি সাহিত্য মেলার কর্নধার ইসমাঈল হোসেন মনি,কবি ও ছড়াকার সাজিদ মোহন, সাংবাদিক সাইফ রাব্বি,বই বিষয়ক সংগঠন বইচিন্তা’র সমন্বয়ক নজরুল নাঈম, বইচিন্তা টিমের- মাহমুদুল ইসলাম, আবদুর রহমান ইমন, আবদুর রহিম মিনহাজ, সাব্বির হোসেন, রাহুল, তামিম, আরিয়ান প্রমুখ।বিকালে বাদল রায় স্বাধীন নিজে উপস্থিত থেকে ক্রেতাদের হাতে অটোগ্রাফ সহ বই তুলে দেন।
বই মেলায় কলেজ ছাত্র ছাত্রীদের বই কেনার আগ্রহ দেখে মনে হয়েছে এখনো আকাশ সংস্কৃতি বই পড়া থেকে সবাইকে মুখ ফিরিয়ে নেয়নি। বরং তাদের হাতের নাগালে বই পেলে বই পড়ার প্রতি এখনো রয়েছে তাদের তীব্র নেশা।পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাস,আত্ম জীবনী,গোয়েন্দা কাহিনী, থ্রিলার এগুলো দেখে তাদের সুপ্ত আকাঙ্খা জেগে উঠে। আয়োজকদের এমন উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি প্রতিবছর নয় জাতীয় দিবস উপলক্ষে যাতে বই মেলার ধারাবাহিকতা অক্ষুন্ন থাকে সে প্রত্যাশা করছেন সবাই।