ডেস্ক রিপোর্ট : মোস্তাফা রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আলহাজ্ব বুজরুচ মেহের স্মৃতি থ্রি- ফোর বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকাল তিনটায় রাঙ্গুনিয়া থানাধীন আন্ন সিকদার পাড়া উত্তর বিল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ( যান্ত্রিক) উপ-প্রধান প্রকৌশলী মোস্তফা ইকবাল টিপু। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদককে ঘৃণা করার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন- বলিষ্ঠ সংগঠনে সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নাই, তাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আন্ন সিকদার পাড়া ছাত্র ও যুব সমাজ এবং এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাজের সকল খারাপ ও অমঙ্গল যেন সমাজকে ছুঁতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোন প্রকার নেশা মাদকদ্রব্য থেকে সমাজ কে নিরাপদ দূরত্ব রাখতে খেলা ধুলাই আদর্শ বলে তিনি মন্তব্য করেন। উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল্লাহ, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন রিয়াজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ। উক্ত খেলায় কালাগাজী তালুক সংঘ ২-১ বম্মোত্তর ফুটবল সংঘ কে পরাজিত করে।