সময়ের নিউজ ডেস্কঃ রিহাব ফেয়ার চট্টগ্রাম-২০২৩ এ ঢাকা ব্যাংক এর স্টল উদ্বোধন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন ব্যাংকের আঞ্চলিক প্রধান হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন – আমাদের একটি স্টল দেওয়ার মধ্য দিয়ে মেলায় অংশগ্রহণ কারলাম। নিজের বাড়ি এই স্লোগানকে সামনে রেখে, আমরা চট্টগ্রামের আবাসন সেক্টরে মধ্যবিত্ত শ্রেণীর চাহিদার পরিপ্রেক্ষিতে গৃহ নির্মাণ ও ফ্ল্যাট ক্রয় করার জন্য হোম লোন দিচ্ছি। আমরা সম্পত্তি মূল্যের ৭০% এবং সর্বোচ্চ ২ কোটি টাকা হোম লোন দিয়ে থাকি। মেলা চলাকালীন সময়ে প্রয়োজনে আমরা ইনস্ট্যান্ট লোন অনুমোদন করবো। যাতে ক্রেতাগন মেলা থেকে ফ্ল্যাট কিনার সুযোগ পায়। মেলায় লোন প্রসেসিং ফি সম্পূর্ণ ফ্রি আছে। এই সুযোগ ঢাকা ব্যাংক চট্টগ্রামের সকল শাখা থেকে পাওয়া যাবে। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চকবাজার ইসলামি ব্যাংকিং শাখার ম্যানেজার মোহাম্মদ নুর কাশেম, মাহবুবুল আলম আদনান ও মোঃ কামাল হোসেন প্রমূখ।