প্রেস বিজ্ঞপ্তি: শুক্রবার বিকেলে ঢাকায় বাংলা একাডেমি চত্বরে একুশে বই মেলায় তাঁর লেখা “আমার রাজনীতির রোজনামচা” বইটি তিনি পাঠকদের হাতে তুলে দেন। এসময় কেউ কেউ ৮/১০ কপি করে বই কিনে নিতে দেখা গেছে। মূহুর্তেই শত শত কপি বই বিক্রি হয়ে যায়। নিমিষেই সব বই বিক্রি হয়ে যাওয়ায় অনেককে খালি হাতে ফিরতে দেখা গেছে। প্রিয় নেতা বইমেলায় আসছেন শুনে আগে থেকেই দলীয় অনেক নেতা-কর্মীরা প্যাভিলিয়ানে এসে উপস্থিত হন।
নন্দিত বর্ষীয়াণ রাজনীতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাবেক মন্ত্রী এবং বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন ‘আমার রাজনীতির রোজনামচা’ নামে নতুন গ্রন্থ রচনা করেছেন। লেখক গ্রন্থটিতে ‘১৯৭৮ থেকে ২০২২’ এই ৪৪ বছরের তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ‘দিনলিপি’ বিশদভাবে তুলে ধরেছেন। ড. মোশাররফ অতি নিপুণভাবে সময় ও তারিখ উল্লেখ করে রাজনীতির এই দীর্ঘ সময়ের নানা চড়াই-উৎরাইয়ের অম্লমধুর তথ্য বইটিতে অকপটে তুলে ধরেছেন।
এতে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, উন্নয়ন, মিথ্যা মামলা, জেল-জুলুম কিছুই বাদ যায়নি। গ্রন্থটি ইতিহাসের একটি অংশ, ‘গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার’। বইটি লেখকের দীর্ঘদিনের মাঠের রাজনীতির বৈচিত্রময় অভিজ্ঞতা ও শ্রমের ফসল। গ্রন্থটি পড়ে প্রিয় পাঠক চমকপ্রদ সব তথ্য জানতে পারবেন। গ্রন্থটি প্রকাশ করেছে- অনন্যা প্রকাশনী, ৩৮/২,বাংলাবাজার,ঢাকা-১১০০ গ্রন্থটির মূল্য- ৮০০/-টাকা। মেলায় ২৫% ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে।।