সীতাকুণ্ডে সময়ের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

 নিউজ ডেস্ক : আগামীকাল ৩ মার্চ ২০২৩ শুক্রবার বিকেল ৫ টায় সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব মিলনায়তন , ইসলামিয়া মার্কেট ( ৩ য় তলা) , সীতাকুণ্ড এ সময়ের আলোর ৫ম বর্ষে পদার্পণ উৎসবের আয়োজন করা হয়েছে । এ সময় সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সময়ের আলো সীতাকুণ্ড প্রতিনিধি এসকে এম মেজবাহ উদ্দীন খালেদ ।

 

তিনি এক ফেসবুক বার্তায় লেখেন , প্রিয় সুধী, সময়ের আলোর জন্মদিনের শুভেচ্ছা নিন। মহান স্বাধীনতার মাসের ২ মার্চ ২০১৯ সালে সময়ের আলোর যাত্রা শুরু হয় মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে আপসহীন থাকার প্রত্যয় নিয়ে। দেশের শীর্ষ আবাসন প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের পৃষ্ঠপোষকতায় সময়ের আলো ৪ বছর পূর্ণ করে ৫ম বর্ষে পদার্পণ করছে। এ উপলক্ষে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়ে উদযাপন করতে চাই সময়ের আলোর সাফল্য। আগামী ৩ মার্চ ২০২৩ শুক্রবার বিকেল ৫ টায় সীতাকুণ্ড রিপোর্টারস ক্লাব মিলনায়তন , ইসলামিয়া মার্কেট ( ৩ য় তলা ) , সীতাকুণ্ড এ সময়ের আলোর ৫ম বর্ষে পদার্পণ উৎসবের আয়োজন করা হয়েছে । শুভক্ষণে আপনার আমন্ত্রণ।