
মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নবনির্বাচিত ইউপি মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ ও চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জানুয়ারি) সকাল দশটার দিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল হক মৃদুল শপথ বাক্য পাঠ করান।সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার১০৮জন শপথ বাক্য পাঠ করেন ও উপজেলা প্রশাসন নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ করেন, তাদেরকে ক্রেস্ট তুলে দেন।ইউনিয়নগুলো হলো- সরাইল সদর ইউনিয়ন, কালিকচ্ছ, নোয়াগাঁও,শাহবাজপুর,শাহজাদাপুর, চুন্টাপাকশিমুল অরুয়াইল,পানিশ্বর। শপথ অনুষ্ঠানে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল থানা পরিদর্শক( তদন্ত ) মো.শিহাবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শপথ বাক্য অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল হক মৃদুল এ সময় তিনি বলেন, এলাকার উন্নয়নে আপনাদের ভূমিকা বেশী,তাই আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালনে অবশ্যই সততা,দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিবেন। ইউএনও আরোও বলেন,আপনারা জনগণের ভোটে নির্বাচিত,উপস্থিত ছিলেন ইউপি নির্বাচনে রিটার্নিং অফিসার, সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আশরাফ উদ্দিন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।উপজেলা শিক্ষা অফিস কর্মকর্তা আবদুল আজিজ,উল্লেখ্য থাকে যে,২০২১তৃতীয় ধাপে২৮নভেম্বর (রবিবার) সরাইল উপজেলার ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য-২৭ও মেম্বার -৮১ জন সদস্য।সরাইল উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে৯টি ইউপি পরিষদের নব নির্বাচিতদের বরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পড়েছেনঃ ১১৮