বকশীগঞ্জে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধি:  জামালপুরের বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে । সোমবার (১৭ জানুয়ারি) বকশীগঞ্জ উপজেলার সরকারি গনগ্রন্থাগার মিলনায়তনে এ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, সাবেক ডেপুটি কমান্ডার জামালপুর জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক, বকশীগঞ্জ বনিক শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ প্রমূখ। এ সময় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী জানান, তার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার অর্ধেক টাকা প্রতিমাসে হতদরিদ্র শিক্ষার্থী এবং সমাজের দুঃস্থ অসহায়দের মাঝে আজীবন বিতরণ করে যাবেন।