কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ট্রেনের ধাক্কায় মো. ওয়াজিহ উল্ল্যাহ ভুইয়া রনি (৩০) নামে এক বব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় কুলিল্লার পদুয়ার বিশ্বরোড রেল ক্রসিং এলাকায় সুবর্ণ একপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে মারা যান তিনি। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ওয়াজিহ উল্ল্যাহ ভুইয়া রনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয় পুর ইউনিয়নের সাওড়াতলী গ্রামের মৃত মো. আবুল খায়ের ভুইয়ার ছেলে। পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. ইসমাইল হোসেন জানান, রনি সকাল ৯টার দিকে পদুয়ার বিশ্বরোড থেকে দোকানের মালামাল ক্রয় করে মহাসড়কের পাশে রিভার ভিউ ফিলিং স্টেশনের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগ্রামী সুবর্ণ একপ্রেসে সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করা করে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রকৃয়া চলছে বলে তিনি জানান।