মোরেলগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে  মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে উপজেলার পল্লীমঙ্গল বাজার ও বাজার সংলগ্ন  এলাকায়  অভিযান চালিয়ে ৫ মামলায়  ৬ জনকে অর্ধলক্ষাধিক টাকা অর্থদন্ড করা হয়েছে।
দন্ডপ্রাপ্তদের মধ্যে  স্বাস্থ্যবিধি না মানার কারণে লাভলু স্টোরের মালিক লাভলুকে ৫০০ টাকা, দিদার পরিবহনের চালক বিপ্লব মল্লিককে ১ হাজার টাকা, বলেশ্বর পরিবহনের দু’জন যাত্রীকে ৪০০ টাকা, ১ জন ইজিবাইকের চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে,  বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা  আইন ২০১০  অনুযায়ী মল্লী মঙ্গল এলাকার বালু ব্যবসায়ী মোঃ লোকমান এর কর্মচারী মোঃ  আলী হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান  আদালতের অভিযানে অভিযানে সর্বমোট  ৫২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।