বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর ভাঙ্গন সুরক্ষায় ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পানগুছি নদীর ভাঙ্গন হতে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুনঃখনন শীর্ষক প্রকল্পের আওতায় ফুলহাতা বাজার ও তৎসংলগ্ন এলাকার ৫০০ মিটার নদীতীর প্রতিরক্ষা প্রকল্প কাজের উদ্বোধন করেন তিনি।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১ টায় পানগুছি নদীর পশ্চিম তীরে স্থানীয় বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতায় ডাম্পিং জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন কালে সেখানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ- পশ্চিমাঞ্চল প্রধান প্রকৌশলী মো. শফি উদ্দিন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু, পৌরসভার এসএম মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনতা।
উদ্বোধন পরবর্তী সময়ে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনা মো. সফি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদ সদস্য এম. এমদাদুল হক প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।
এ উদ্বোধনের মধ্য দিয়ে পানগুছি নদীর অব্যাহত ভাঙ্গন ঠেকাতে এ নদীর পশ্চিম তীরবর্তী এলাকায় ৬৫৮ কোটি টাকা ব্যয়ে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং এবং বিষখলী নদী পুনঃখনন প্রকল্পের এ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল।
পড়েছেনঃ ১২২