
সীতাকুন্ড প্রতিনিধি : চট্রগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ শনিবার (১১ মার্চ) সকাল ১০ টায় উপজেলার ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্সের একটি তুলার কারখানায় এই ঘটনা ঘটে। মূলত এসএল এডভান্স টেকনোলজি লি: এর কারখানায় গোডাউনটি ভাড়ায় ব্যবহার করছিলো ইউনিটেক্স। এ বিষয়ে ইউনিটেক্সের লিগ্যাল অব স্টেট ফারহান আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
পড়েছেনঃ ১২৮